গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২১, ৬:২৩ অপরাহ্ণ

উত্তর কোরিয়া গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি এ সংক্রান্ত এক গোপন প্রতিবেদনে জাতিসংঘ এই দাবি করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জাতিসংঘের অভিযোগ, ২০২০ সাল জুড়ে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে গেছে। সেই পরীক্ষার প্রয়োজনে সাইবার ক্রাইম করে অর্থ চুরি করা হয়েছে। শুধু তাই নয়, ইরানকেও পরমাণু পরীক্ষায় সাহায্য করেছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

২০১৭ সালের আগস্ট মাসে উত্তর কোরিয়ার ওপর সব ধরনের কয়লা, লোহা এবং লোহার আকরিক আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
২০২০ সালে উত্তর কোরিয়া যে পরমাণু অস্ত্র এবং ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এবং নতুন অস্ত্র তৈরি করেছে, তা এখন অনেকটাই স্পষ্ট। কিছুদিন আগে দেশের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষ হওয়ার পরে সেনা বাহিনী একটি কুচকাওয়াজ করে। সেখানে নতুন ব্যালেস্টিক মিসাইল দেখানো হয় প্রেসিডেন্ট কিম জং উনকে। বিশেষজ্ঞদের বক্তব্য, ওই ব্যালেস্টিক মিসাইলের সঙ্গে পরমাণু অস্ত্রও যুক্ত করা ছিল।

জাতিসংঘের রিপোর্টে অবশ্য আরো বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। অভিযোগ, প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সাইবার হ্যাক করে জোগার করেছে উত্তর কোরিয়া। তারই সাহায্যে কংম দূরত্বের, বেশি দূরত্বের এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল তৈরি করেছে তারা। বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ কাজ তারা করেছে।
যদিও চীন ও উত্তর কোরিয়ার মাঝে বরাবরই খুব ভালো কূটনৈতিক সম্পর্ক আছে, সম্প্রতি এই সম্পর্কে ফাটল ধরেছে। এর প্রমাণ হয়, জিলিন প্রদেশের দক্ষিণ সীমান্তে উত্তর কোরিয়ানদের ওপর আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে চীন। শুধু পাসপোর্টই নয়, পর্যটকদের সব ডিভাইস ও লাগেজ জমা রাখতে হয় কর্তৃপক্ষের কাছে।

বার্তা সংস্থা রয়টার্সের দাবি, সম্প্রতি তারা জাতিসংঘের একটি গোপন রিপোর্ট দেখেছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
২০১৮-১৯ সালে তিনবার উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ করার জন্য তাঁদের মধ্যে বৈঠক হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়া নিয়ে নতুন স্ট্র্যাটেজি পরিকল্পনা করছেন। কী ভাবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করা যায়, সে বিষয়ে তিনি ভাবনাচিন্তা করছেন।

এদিকে জাতিসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, ইরান উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরিতে সাহায্য করছে। দুইটি দেশই গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইরান অবশ্য এতদিন পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি তাদের পার্লামেন্টে একটি আইন প্রণয়ন হয়েছে। যেখানে বলা হয়েছে, ইউরোনিয়াম মজুতের পরিমাণ কয়েকগুণ বাড়ানো হবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামেরিকা।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST