গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের সালেক টেক্সটাইল মিলস কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।
রোববার দুপুরে কারখানার ওয়ারহাউসে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানায় প্রশাসনিক কর্মকর্তা নেকমত হোসেন রুবেল।

তিনি বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। গুদামে সুতা, তৈরি করা জিন্স প্যান্ট ও বিভিন্ন ধরনের মেশিন ছিল। আগুন মজুতকৃত মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের আট ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST