গফরগাঁও উপজেলায় শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী
এইচ কবীর টিটো গফরগাঁও থেকেঃ
ফেব্রুয়ারি ৭, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ

আজ ৭ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হলো করোনাভাইরাসের গণ-টিকাদান কর্মসূচী। এর অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে টিকাদান। প্রথম টিকা নেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন খান মানিক।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতান আহমেদ সহ গণমাধ্যম কর্মীরা। গফরগাঁও উপজেলায় প্রথম ১২ হাজার ভেকসিনের বিপরীতে ২৮৫ জন রেজিষ্ট্রেশন করেছে বলে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জানান।
বাংলাদেশের সহস্রাধিক হাসপাতালে টিকা দেয়া হবে ডাক্তার-নার্সসহ সম্মুখসারির কর্মী এবং ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকদের।
গত সাতাশে জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হলেও সত্যিকারের টিকাদান কর্মসূচী মূলত শুরু হচ্ছে আজ থেকেই।
জনগণ যাতে টিকার ওপর আস্থা রাখতে পারে সেজন্য প্রথম দিন ডাঃ মাইনুদ্দিন খান মানিক নিজে প্রথমে টিকা গ্রহণ করেছেন ।
সারাদেশে পুরো কর্মসূচীতে কাজ করবে মোট দুই হাজার ৪০০টি দল।
এরই মধ্যে ঢাকার জাতীয় টিকাদান কর্মসূচির স্টোর থেকে টিকার ডোজ কোল্ড বক্সে সংরক্ষণ করে ৬৪টি জেলার বিভিন্ন কেন্দ্র এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে টিকা সংরক্ষণ, টিকা দেয়া, টিকা কেন্দ্র পরিচালনা, টিকার পার্শ্বপ্রতিক্রিয়াসহ সব বিষয়ে স্বাস্থ্যকর্মী, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া কাজ শেষ হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST