
আগুন নিয়ে, লাঠি নিয়ে খেলতে দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। খেলার নিয়ম ভাঙলে খবর আছে।
রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, লন্ডনে পলাতক তারেক রহমানের নেতৃত্বে নাকি দ্বিতীয় স্বাধীনতা আনবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীন হবে? বিএনপি স্বাধীনতার শত্রু। স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এদের বিরুদ্ধে খেলা হবে।
তিনি বলেন, বিএনপি যতই অপপ্রচার করুক বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে না। ফখরুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিথ্যাবাদী মানুষ। আবার ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে। কাদের বলেন, ১০ ডিসেম্বর নিয়ে এখন আগের বক্তব্য অস্বীকার করলেও বিএনপির অন্তরে ভিন্ন কৌশল। আওয়ামী লীগ রাজপথে থাকবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়কের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। করপুরের মতো উড়ে যাবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল হবে না।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি