ক্যারোলিনার মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট
বিনোদন ডেস্ক
মার্চ ১৭, ২০২২, ৫:৫৯ অপরাহ্ণ

সুন্দরী অন্বেষণ প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ডে’র ৭০তম আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কার মাথায় উঠেছে বিজয়ীর মুকুট।

পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বসেছিল জমকালো এই সুন্দরী প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ। ভারতের মানসা বারাণসী নামের একজন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু ১৩তম অবস্থানে থেকে তাকে সন্তুষ্ট থাকতে হয়।

‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ জানিয়েছে , বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি করছেন। তার ইচ্ছা আছে পিএইচডি ডিগ্রি অর্জনের। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছা তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা। এছাড়া ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। সে রকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। বাস্তুহারাদের সাহায্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST