কুয়েতের সঙ্গীতশিল্পী ইবতিসাম হামিদ মুসলিম থেকে ইহুদি হলেন (ভিডিও)
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২১, ৫:৫২ অপরাহ্ণ

ইহুদি ধর্ম গ্রহনের কথা নিজেই ঘোষণা দিয়ে কুয়েতের এই সঙ্গীতশিল্পী এক ভিডিও পোস্টে বললেন গর্বের সঙ্গে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। কুয়েতে এই নারীশিল্পী তার দেশে বাসমা আল-কুয়েতি হিসেবেও পরিচিত। মিডিল ইস্ট মনিটর/আরটি
ইহুদি ধর্ম গ্রহনের ব্যাখ্যায় ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বাসমা বলেন ‘ইসলাম সন্ত্রাসে ধর্ম, ভন্ডামির ধর্ম। এ ধর্ম নারীকে পূর্ণ অধিকার দেয় না। এটি নারীদের তুচ্ছ জ্ঞান করে, নির্যাতন করে এবং ইহুদি ধর্ম গ্রহণ করে আমি গর্বিত।

ইসরায়েলের সঙ্গে কুয়েতের রাজপরিবার সম্পর্ক স্বাভাবিক করতে রাজি না হওয়ায় বাসমা তারও সমালোচনা করেন।
বাসমা কুয়েতে জন্ম নিলেও তার বাবা ইরাকের নাগরিক বিধায় জন্মগতভাবে সে দেশটির নাগরিকত্ব পায়নি। বিদেশী বিয়ে করলে কুয়েত তাদের ছেলেমেয়েকে এখনো দেশটির নাগরিকত্ব দেয় না।

বাসমা কুয়েতের রাজপরিবারের সমালোচনা করে বলেন আল-সাবা পরিবার মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা দেয় না। ওই পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি তাদের প্রতি অনুগত নই।
গত বছর আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিদের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না বলে জানিয়েছে কুয়েত।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST