
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোটি টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দৌলতপুর
সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা মাদকের মধ্যে হলো ৫‘শ গ্রাম হেরোইন, ১ হাজার ৪‘শ ৪৭ বোতল ফেনসিডিল, ৮‘শ ৭৫ বোতল মদ, ৫ হাজার ৪‘শ ৭৩ পিস্ ইয়াবা ট্যাবলেট এবং ৮ কেজি ৩‘শ গ্রাম গাঁজা।
উদ্ধার করা মাদকের মুল্য ৯৩ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ভারত সীমান্ত সংলগ্ন বিজিবি‘র বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও মদ উদ্ধার করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি