
কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ও ২৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান আবুল কালামের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার রাতে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর আল-আমিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ প্রশাসন ও আশপাশের লোকজন এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১৯টি দোকান ও ২৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ দুর্ঘটনায় ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে ভুক্তভোগীদের দাবি। তবে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত দোকানদার শেফায়েতুল্লাহ জানান, তার মালিকানাধীন ২টি দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। অগ্নিকাণ্ডের সময় কিছুই বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে তার। খেশমত উল্লাহ কাজল বলেন, আগুনের কবল থেকে পরিবারের সদস্যদের বাঁচাতে পারলেও ঘরের সবকিছু ছাই হয়ে গেছে।’ এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদার ও বসতবাড়ির মালিকদের তালিকা তৈরি করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি