
নীলফামারীর কিশোরগঞ্জে বাজেডুমরিয়া পূর্বপাড়া ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত তছির উদ্দিনের ৪র্থ পুত্র সোহরাব আলীকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পিত ভাবে যে কোন সময় খুনা-খুনি অর্থাৎ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সোহরাব আলীর সাথে তারই বড় ভাইয়ের স্ত্রী আখতারা বানু (৪৫) দফায় দফায় ঝগড়া, অশ্লীল ভাষায় গালি-গালাজ ও নির্যাতনে অতিষ্ঠ ও প্রাণ সংশয়ে ভুগছেন সোহরাব আলী ও তার পরিবার। লক ডাউনের কারণে বিজ্ঞ আদালতে সাতধারা করতে পারছেন না।
সোহরাব আলী জানান, আমার জায়গায় বট ও কাঁঠাল গাছ, নলকুপ, রান্না করার চুলা, গরু বান্ধার জায়গা। গরু বান্ধার জায়গা মেরামত করতে গেলে আখতারা বানু কোদাল নিয়ে মারতে আসে উপস্থিত জমসের আলী ঢ্যালাঢেলা বাধা দিলে আখতারা তার বুকে ঘুশি মারলে জমসের আলী মাটিতে পড়ে যায়। সোহরাবের স্ত্রী মৌসুমী দৌড়ে আসে আখতারা বানুকে বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়।
মৌসুমিকে মারার জন্য মোস্তাকিম কাটার নিয়ে দৌড়ে আসে তখন উপস্থিত হনুফা বিবি নামে তারই বড় জ্যাটাই মা বাধা দিলে মোস্তাকিম হনুফা বিবির পড়ণের শারী, ব্লাউজ, পেডিকোট ছিরে দিয়ে বিবস্ত্র করে ফেলে। তাদের চিৎকারে প্রতিবেশি ছুটে আসে জাহানারা, বাচ্ছামাই, হাওয়া বেগম, ফতেমা, শ্যামলী এজাবুল হক আর ও অনেকে উভয়কে থামানোর চেষ্টা করে। তখন আখতারা বানু অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং হুমকি দেন যে, যে কোন উপায়ে সোহরাবকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করবেই। দরকার হলে তাকে খুন করে লাশ গুম করবে। প্রয়োজনে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি