
মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর দুই চোখ উৎপাটনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতনের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এতে নির্যাতিত ওই গৃহবধূর পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।জানা গেছে, প্রায় এক বছর আগে কালকিনি উপজেলার পশ্চিম বনগ্রামের অসহায় কৃষক বারেক চৌকিদারের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার ধুলুগ্রামের কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী নাসির সাদিয়াকে যৌতুকের জন্য মানসিক চাপ দিতে শুরু করে। সাদিয়ার পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই ওই গৃহবধূকে নির্যাতন করত স্বামী নাসির।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, সর্বশেষ গত ১৩ মার্চ দুপুরে ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনের সহায়তায় সাদিয়ার দুই চোখ উৎপাটনের চেষ্টা চালায় নাসির। এতে সাদিয়ার দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গৃহবধূর চিৎকার শুনে পুলিশের ডিজিটাল যোগাযোগ মাধ্যম ৯৯৯ কল দেন প্রতিবেশীরা। খবর পেয়ে কালকিনির ডাসার থানা পুলিশ সাদিয়াকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরে সাদিয়ার মা পারভিন বেগম বাদী হয়ে নাসির মোল্লাসহ ৮ জনের নাম উল্লেখ করে ডাসার থানায় যৌতুক আইনে একটি মামলা করেন। এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় ডাসার থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী ও শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি