
গত এক দশকে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত গায়ক-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এ বছর ডাবল রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজর অবস্থানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
এবার শ্রোতাদের নতুন গান উপহার দিতে যাচ্ছেন ইমরান। যার শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটির কথা ও সুর দিয়েছেন তরুণ গায়ক-সুরকার জিসান খান শুভ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সংগীতায়োজনও করেছেন ইমরান।
ত্রিভুজ প্রেমের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মডেল সেমন্তী সৌমি। সঙ্গে আছেন আদর আহমেদ।
নতুন গান প্রসঙ্গে ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। তার গীতিকবিতা গুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। গান-ভিডিও মিলে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করি সবার ভালো লাগবে।
আগামী ১০ মার্চ ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি