কাঁচা আমের জিলাপিতে প্রতারণা
রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ

রাজশাহীর বহুল আলোচিত সেই রসগোল্লাকে প্রচারে প্রতারণার অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাঁচা আমের স্বাদের ফ্লেভার মিশিয়ে সেটিকে কাঁচা আমের জিলাপি হিসেবে প্রচার করার অভিযোগে এ জরিমানা করেন প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার রসগোল্লার বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের সহকারি পরিচালক হাসান আল মারুফ বলেন, কাঁচা আমের জিলাপির প্রচারণার জায়গায় কিছুটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। কাঁচা আমের জিলাপি বলে প্রচার করা হচ্ছে, আসলে এটা কাঁচা আমের না। কাঁচা আমের ফ্লেভারযুক্ত জিলাপি। যা এক ধরণের প্রতারণা।

তিনি আরও বলেন, জিলাপির রং কখনও সবুজ হয় না। ফুড গ্রেড কালার ব্যবহার করে কাঁচা আমের জিলাপি বলা হচ্ছে। এছাড়াও জিলাপি তৈরির খামিরের মধ্যে ৫%ও নেই। এই প্রতারণা বন্ধ করার জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে আরাফাত রুবেলকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে আরাফাত রুবেল তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, ‘ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কাঁচা আমের জিলাপি পর্যবেক্ষন করেন। তারা কাঁচা আমের জিলাপির ফুডগ্রেড কালার ও গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আমের সাইজ ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং গঠনমূলক পরামর্শ দেন।’

আরও বলা হয়, ‘তারা আমাদের কাঁচা আমের জিলাপির বিজ্ঞাপনের ভাষা সঠিকভাবে উপস্থাপন না করায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।’
এছাড়াও এদিন সকালে পৃথক চারটি মুদি দোকানে অভিযান চালিয়ে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদের মধ্যে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ের রাফি ট্রেডার্স গ্যাসের দোকানের লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা, ভেড়িপাড়া মোড় এলাকার সুমন ভ্যারাইটি স্টোরে মোড়কজাত পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না থাকায় ২ হাজার টাকা, সাগরপাড়া মোড়ের বিসমিল্লাহ স্টোরে আমদানিকারকের নাম ও মূল্য লেখা না থাকায় এক হাজার টাকা ও আলুপট্টি মোড়ে ভাই ভাই স্টোরে মোড়কজাত পণ্যে উৎপাদন তারিখ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, এর আগে কাঁচা আমের জিলাপি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসময় এই জিলাপির প্রস্তুত প্রণালি সম্পর্কে রসগোল্লার স্বত্বাধিকারী আরাফাত রুবেল জানিয়েছিলেন, মৌসুমের শুরুতে রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে আমের গুটি ঝরে যায়। এসব ঝরে যাওয়া আমগুলোকে কাজে লাগাতে সেগুলো জিলাপিতে ব্যবহার করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST