করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৫২৯
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ারো ২৯ হাজার ৮৫ জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫২৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮৭ হাজার ২৭৬ জনে।

এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু দাঁড়িয়েছিল ২৯ হাজার ৭৭ জনে। এ সময়ে নমুনা ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগী দাঁড়িয়েছিল ১৯ লাখ ৮৬ হাজার ৭৪৭ জনে।

তারও আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছিল। তখন করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৬৪ জনে। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৬০৪ জনের শরীরে। শনাক্তের হার ছিল ৩ দশমিক ২০ শতাংশ। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িায় ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে। ঐ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হন ৪ হাজার ৪০৩ জন। তখন পর্যন্ত সুস্থ হন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST