কবে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আসবে বলার ক্ষমতা আমার নেই : পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ১২, ২০২২, ৫:০২ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বাড়ছে, সরকার দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কবে নাগাদ দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার কিছু কৌশল গত কাজ করছে।
শনিবার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের চতুর্থ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে যখন দেখছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি। উনি এখন বিদ্যুতের নিচে ২৪ ঘণ্টা বাস করেন, ডিজিটাল বাংলাদেশে বাস করেন, ঘর থেকে বের হলেই সুন্দর রাস্তা পেয়েছেন। আগে উনারদের সময়ে এসি চলত না, এখন উনি এসির নিচে বসে উল্টা পাল্টা কথা বলে আওয়ামী লীগ সরকারকে খুঁচা দিচ্ছেন।

তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশে আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে হ্যাঁ কোন খাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ পেতে হবে, সাক্ষী পেলে তাদের বিচার হবে। বিচার করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই, বিচার করার ক্ষমতা আদালতের। সুতরাং যারাই বাংলাদেশে দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST