এবার হেলথ কেয়ার সেন্টার খুললেন সাকিব
স্পোর্টস ডেস্ক
মার্চ ৪, ২০২২, ৪:৪২ অপরাহ্ণ

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিচরণ প্রায় সব অঙ্গণেই। এবার নতুনভাবে স্বাস্থ্যসেবা খাতে নাম লেখালেন তিনি। নিজের নামে হেলথ কেয়ার সেন্টার খুলেছেন তিনি।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব।

করোনাকালে রোগীরা ঠিকভাবে চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছে। সেই ধারণা থেকেই প্রতিষ্ঠিত হয় ডিজিটাল স্বাস্থ্যসেবার ধারণাটি এবং তারপরই যাত্রা শুরু সাকিব সেভেন্টি ফাইভ হেলথ কেয়ারের।

সাকিব জানিয়েছেন, সব স্বাস্থ্যসেবার সমাধান নিয়ে আসছেন তারা। মানসম্মত ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় কী কী সেবা প্রদান করা হবে, সেটারও ধারণা দেওয়া হয়েছে।

সাকিব সেভেন্টি ফাইভ হেলথ কেয়ারের মাধ্যমে বাসায় বসেই রেজিস্টার্ড ডাক্তার থেকে সব স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নেয়া যাবে। বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে কোনো টেস্টে বিশেষ ডিসকাউন্ট, বাসায় বসে করোনা টেস্ট স্যাম্পল কালেকশন, বাসায় বসে ডায়াগনস্টিক সেবাসহ আরও অনেক ধরনের সেবা থাকছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST