এবার বলিউড মাতাবেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ২২, ২০২১, ৭:৫০ অপরাহ্ণ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ ইস্যুতে তুমুল আলোচনায় বলিউড। অভিযোগের তীর অনেকটা করণ জোহরের দিকে ছিল। অভিযোগ উঠেছিল, বেশ কয়েকটা সিনেমা থেকে বাদ দেওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন সুশান্ত।

নেপোটিজম বা স্বজনপ্রীতির বিতর্ক ছুড়ে ফেলে এবার আরেক স্টারকিডকে বলিউডে আনতে যাচ্ছেন করণ জোহর। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এ প্রযোজক। খবরটি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে শানায়াকে নিয়ে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আর ছবি শেয়ার করেছেন করণ জোহর। লিখেছেন, ‘আরেক সুন্দরী আমাদের দলে ঢুকে পড়ল। ওর পরিশ্রম, ওর স্টাইল আমাকে মুগ্ধ করার মতো। জুলাইতেই আসছে শানায়া কাপুর!’

করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অনেক স্টারবিড। বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়া আছেন এ তালিকায়। শানায়ার সিনেমায় অভিষেকের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শাহরুখ কন্যা সুহানাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন শানায়াকে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST