
কোমরের চিকিৎসার জন্য গত ৩ মার্চ ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যাওয়ার আগে জানিয়েছিলেন, সুস্থতার জন্য অস্ত্রোপচার করানো লাগবে। তবে তখনই করাবেন কি না, তা নিয়ে সংশয় ছিল।
অবশেষে মাশরাফী নিজেই জানালেন, এখনই অস্ত্রোপচার করছেন না তিনি। তবে রিহ্যাব চলবে এই ক্রিকেটারের। রিহ্যাব চললেও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজ দল লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন বলেও জানিয়েছেন মাশরাফী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিবৃতিতে মাশরাফী লিখেছেন, ‘শেষ ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে (ডিপিএল)। বাকিটা আল্লাহভরসা।
লিজেন্ড অব রূপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ ওন গ্রাউন্ড।’
অস্ত্রোপচার করালে মাশরাফীকে ন্যূনতম এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো। সেক্ষেত্রে ডিপিএলের ম্যচ মিস করতেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আগামী ১৪ মার্চ দেশে ফিরবেন মাশরাফী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি