উপস্থাপনাতেও সম্মাননা’য় ভূষিত পূর্ণিমা
বিনোদন ডেস্ক
নভেম্বর ২০, ২০২২, ৬:১১ অপরাহ্ণ

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমায় প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন পূর্ণিমা। অবশ্য পূর্ণিমা ভক্তরা এবং অনেক গুনী পরিচালকও সেই পুরস্কার পাবার পর বলেছিলেন পূর্ণিমা’র আরো অনেক আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার কথা ছিলো। কিন্তু অনেক ভালো ভালো সিনেমায় দুর্দান্ত চরিত্রে অভিনয় করেও সেসব সিনেমাতে অভিনয়ের জন্য পূর্ণিমা’র হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না এলেও ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। আবার গেলো কয়েকবছর ধরে উপস্থাপনাতেও পূর্ণিমা বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। ঢাকা, ঢাকার বাইরে বিভিন্ন কর্পোরেট শো’তে এবং বিভিন্ন টিভি চ্যানেলেও পূর্ণিমা উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন। গেলো শুক্রবার ‘দীপ্ত টিভি সম্মাননা ২০২২’-এ পূর্ণিমা শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে সম্মাননা লাভ করেন। এবারই প্রথম তিনি উপস্থাপনার জন্য কোনো স্বীকৃতি’তে ভূষিত হলেন। পূর্ণিমা বলেন,‘ অভিনয়ের পাশাপাশি যখন আমি উপস্থাপনা শুরু করি ঠিত তখন থেকেই আমার ভক্ত দর্শক আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছে। যদি অনুপ্রাণিত না হতাম তাহলে হয়তো সামনের দিকে এগিয়ে যাবার সাহস পেতাম না। দর্শকের এই যে ভালোবাসা, অনুপ্রেরণা দেয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরো ভালো করতে সাহস যুগিয়েছে। একজন উপস্থাপিকা হিসেবে আমাকে সম্মানীত করা দীপ্ত টিভি কর্তৃপক্ষ’সহ এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সেইসাথে আমার সকল ভক্ত দর্শকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে পাশে ছিলেন বলেই উপস্থাপনা এগিয়ে যেতে পেরেছি। এই সম্মাননা নতুন করে এগিয়ে যাবার অনুপ্রেরণা দিলো।’ এদিকে পূর্ণিমা কিছুদিন আগে ছটকু আহমেদ’র পরিচালনায় সরকারী অনুদানের সিনেমা ‘আহারে জীবন’র কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। আর মুক্তির অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। এছাড়া আপাতত আর নতুন কোনো সিনেমাতে কাজ করছেন না পূর্ণিমা।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST