উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি পেন্টাগন
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ২০, ২০২১, ৩:৫৬ অপরাহ্ণ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তার দেশ আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়া সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও জানান লয়েড অস্টিন।

গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, যদি মার্কিনীরা শান্তিতে ঘুমাতে চায় তাহলে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা উচিত।
কিম ইয়ো আরো বলেন, যুদ্ধ মহড়া ও শত্রুতার সঙ্গে সংলাপ এবং সহযোগিতা পাশাপাশি চলতে পারে না। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে অভিহিত করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিনকেন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ ইয়ং যৌথ এক সাংবাদিক সম্মেলনে কোরীয় পেনিনসুলাকে পারমানবিক অস্ত্রমুক্ত রাখার ঘোষণা দেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন তার দেশ দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যে কোনো হুমকি যুক্তরাষ্ট্র পূর্ণ দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে। এব্যাপারে কোনো দিন-রাত নেই।
লয়েড আরো বলেন মহড়া ও প্রস্তুতি অব্যাহত থাকায় আমি আস্থা রাখি যে এ প্রক্রিয়া আমাদের মিত্র দেশগুলোকেও শক্তিশালী করবে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST