
পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দেয়া এক চিঠিতে শেখ হাসিনা ইমরান খান ও পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান।
চিঠিতে ইমরান খানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার, দেশের জনগণ ও আমার পক্ষ থেকে পাকিস্তান দিবস উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উন্নয়ন ও শান্তির পথে অংশগ্রহণমূলক যাত্রা দুই দেশের জনগণের জন্যই কল্যাণ বয়ে আনবে।’
তিনি বলেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও দেশের চলমান উন্নয়নসহ পাকিস্তানের বন্ধুত্বপরায়ণ জনগণের সমৃদ্ধি কামনা করছি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি