ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি
স্বপ্ন নিউজ ডেস্ক
এপ্রিল ৫, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ

ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেস থেকে পূর্ব তৈমুর অনেক বাঁধ উপচে বন্যার পানি ছড়িয়ে পড়লে কয়েক হাজার বাড়িঘর নিমজ্জিত হয়েছে।

বিবিসি জানায়, ইন্দোনেশিয়াতেই ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সরকারি কর্মকর্তারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র রাদিত্য জাতি জানান, কাদা ও চরম প্রতিকূল আবহাওয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ধ্বংসস্তুপের পাহাড় অনুসন্ধান ও তল্লাশি অভিযান বাধাগ্রস্ত করছে।

রোববার প্রবল বর্ষণে নদীগুলি উপচে ওঠায় আশেপাশের সমস্ত অঞ্চল ভেসে যায়। বাঁধ ছাপিয়ে বন্যার পানি শহরে ঢুকে পড়ায় ভিটে হারিয়েছেন অনেকেই। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকাগুলো পানি-কাঁদায় ঢেকে রয়েছে। ব্রিজ, রাস্তা ঘর-বাড়ি কিছুই আলাদা করে চেনা যাচ্ছে না।
এমন দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST