ইনস্টাগ্রামে বিড়ালের অ্যাকাউন্ট খুললেন পিয়া
স্বপ্ন নিউজ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২১, ১০:২৩ অপরাহ্ণ

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়ার কোলে আসছে সন্তান। প্রথমবার মা হতে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত তিনি। এরই মধ্যে ছেলের নামও ঠিক করে ফেলেছেন এই তারকা। মাতৃত্বকালীন অবসরে পিয়ার কাছে বাড়তি আদর পাচ্ছে তারই পোষা বিড়াল ‘গ্রুম্পি’।

ভিডিও লিংক : আগুনের উপর দিয়ে হাঁটলেন তাসকিন (ভিডিও)

পিয়ার অবসর সময়ের সঙ্গী বিড়াল ‘গ্রুম্পি’। বিড়ালটির জন্মদিন উপলক্ষে তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পিয়া। সঙ্গে অনুরোধ করেছেন তার প্রিয় পোষা প্রাণীটিকে ইনস্ট্রাগ্রামে ফলো করতে। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে বিড়াল কোলে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পিয়া। ক্যাপশনে লেখেন, আমার কিউট বিড়াল গ্রুম্পি। এটি আমার ভালোবাসাটার জন্মদিন ছিল।

এর আগে ডিসেম্বরে পিয়া ফেসবুক লাইভে এসে বলেন, আজকে পুরো ঘরটি রঙ করাচ্ছি। চিন্তা করছি বেবি রুমে কী রঙ দেওয়া যায়। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কেউ যদি সুন্দর করে বলতে পারেন, তাহলে আমি সেই রঙটিই বেবি রুমে করবো।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে দোকানের সাইনবোর্ড (ভিডিও)

আগত সন্তানের নাম জানিয়েছেন পিয়া। তিনি বলেন, আপনারা হতো আগেই জেনেছেন আমি আমার সন্তানের নাম ঠিক করে ফেলেছি। আমার পুত্র সন্তানের নাম রেখেছি অ্যারেস হাসান।

গ্রুম্পির জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন পিয়া। অ্যাকাউন্টের নাম কিউটি ক্যাট গ্রুম্পি।এদিকে নতুন বছরের প্রথম মাসেই পিয়ার সন্তান পৃথিবীর মুখ দেখবে। এর আগেই তিনি সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন। তাই পুরো ঘর নতুন করে রঙ করাচ্ছেন। তবে বেবি রুমের রঙ কী হবে সেজন্য পরামর্শ চেয়েছেন অনুরাগীদের।

এদিকে, গত শুক্রবার (২৫ ডিসেম্বর) পিয়া বেশ ঘটা করে আয়োজন করে ছেলের আগমনী উৎসব করেছেন। ফেসবুক ওয়ালে ঘরোয়া আয়োজনে উৎসবের কিছু ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায় পিয়ার স্বামী ফারুক হাসান, মা-বাবা, অভিনেত্রী নাবিল, ভাবনাসহ কাছের কয়েকজনকে নিয়ে উৎসবে মেতেছেন। সবাই পিয়াকে মিষ্টিমুখ করিয়েছেন।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST