ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ৩
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তরুণীর বাবা। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়। হত্যার শিকার ওই তরুণী রাজধানীর বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, ২৯ জানুয়ারি এক যুবক এবং ওই তরুণী রেস্টুরেন্টে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় যুবকের পরিচিত একটি বাসাতে নিয়ে আসে। পরে ভিকটিমের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তরুণীটি মারা যান।

মামলার এজাহারে বলা হয়, তরুণী অসুস্থ হয়ে পড়লে একটি বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। সূত্র : সময়টিভি

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST