
বর্তমানে ইউটিউব বিনোদন এবং আয়ের অন্যতম মাধ্যম বলা যায়। ইউটিউব সান ব্রুনো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম। পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী—চড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম- ২০০৫ সালের ফেব্রুয়ারিতে এ পরিসেবাটি তৈরি করেছিলেন।
ইউটিউব হচ্ছে অ্যালফাবেট ইঞ্জ মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট, যাদের রয়েছে গুগল সহ আরো অনেক বড় কোম্পানি।ভিডিও শেয়ারিং সাইট আরো থাকলেও কেউই ইউটিউব এর মত ইউজার ফ্রেন্ডলি এবং জনপ্রিয় কোনো প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেনি। মাসে ১৯০ কোটি ব্যবহারকারী ইউটিউবে লগ ইন করেন। আর অন্তত ১৮ কোটি ব্যবহারকারী প্রতি ঘণ্টায় ইউটিউব ব্যবহার করেন।
ইউটিউব সারা বিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তাই সবার আগ্রহ ইউটিউব নিয়েই , ইন্টারনেট এর বিভিন্ন রিসার্চ অনুযায়ী :
ইউটিউবে গড়ে প্রতি মিনিটে ১০০ ঘন্টার সমপরিমাণ ভিডিও আপলোড দেয়া যার পুরোটাই গুগল এর ডাটা সার্ভার এ জমা হয়। বিভিন্ন ভিডিও বিভিন্ন পিক্সেল যেমন- ৩৬০, ৪৮০, ৭২০, ১০৮০ এর হওয়ায়, ধারণা করা হয় প্রতি মিনিটে আপলোড হওয়া ভিডিও এর মোট সাইজ ১৯০ গিগাবাইট এর বেশি। যা দিন শেষে ২৬০ টেরাবাইট এর চেয়েও বেশি এবং মাস শেষে ৭ পেটাবাইট অতিক্রম করে।
২০১৬ সালের তথ্যানুযায়ী ইউটিউব এর মোট স্টোরেজ ছিল ১০০০ পেটাবাইটস যা গিগাবাইটে হিসাব করলে হয় ১ বিলিয়ন গিগাবাইট। তবে ইউটিউব এর সম্পূর্ণ অবকাঠামো অনেক জটিল এবং গোপন থাকলেও নিশ্চিতভাবে বলা যায় ইউটিউব এর স্টোরেজ প্রতিনিয়ত বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে ।
ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হয় ২০০৫ সালে ১৩ এপ্রিল। ‘মি অ্যাট দ্য জু’শিরোনামে ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করেন বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম। মাত্র ১৮ সেকেন্ডের একটি ভিডিও এটি। বর্তমানে ভিডিওটির ভিউসংখ্যা দাড়িয়েছে ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি