‘ইউক্রেনে বাংলাদেশের জাহাজকে টার্গেট করে হামলা করা হয়েছে’ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২২, ৪:৫২ অপরাহ্ণ

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, ইউক্রেনে বাংলাদেশের জাহাজে টার্গেট করেই হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় গোলা হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় গোলা হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে দেশটির যুদ্ধ পরিস্থিতির ওপর।

বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার শিকার হয়েছে। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। তিনি জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন। বাকি ২৮ ক্রু অক্ষত আছেন।

নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বাড়িতে চলছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ পরিবার।
জানা গেছে, দুই ভাই ও এক বোনের মধ্যে নিহত হাদিসুর মেজ। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। বরগুনার বেতাগী উপজেলায় হাদিসুরের গ্রামের বাড়িতে সান্ত্বনা দিতে যান, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST