ইউক্রেনে কবে নাগাদ অভিযান থামবে, রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ২, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

ইউক্রেনের পূর্ব দিকে নেটোর আধিপত্য বিস্তারে রাশিয়া কিছুটা আতঙ্কের মধ্যে ছিল। কারণ, ইউক্রেন নেটোর সদস্যে অন্তর্ভুক্ত হলে রাশিয়ার সমস্যা হয়ে দাঁড়াবে। সেই আশঙ্কা থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। তবে ইউক্রেনে কতদিন পর্যন্ত সামরিক অভিযান চলবে এর ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ছয় দিন ধরে ইউক্রেন ও রুশ সেনাদের সংঘর্ষ চলছে। রাশিয়া যে লক্ষ্য নিয়ে ইউক্রেনে অভিযান চালাচ্ছে সেটি এখনও অর্জন করতে পারেনি।
সের্গেই সোইগু জানান, পশ্চিমাদের সামরিক হুমকি থেকে রাশিয়াকে রক্ষা করতে ইউক্রেনে অভিযান চালানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টকে সরানো এবং সেখানে রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এই অভিযান চলছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST