আসছে সাকিবের বায়োপিক!
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ২১, ২০২১, ৬:০২ অপরাহ্ণ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ইতোমধ্যে কাজ অনেকদূরই এগিয়েছে। তবে করোনার কারণে আপাতত সেটি বন্ধ। তথ্যগুলো দিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা সাকিব নিজেই।
সাকিব আল হাসান বলেন, ‘বায়োপিকের কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সম্ভবত কাজ শুরু হয়ে যেত।’
২০ মার্চ ক্রিকেটভিত্তিক জনপ্রিয় অনলাইন পোর্টাল ক্রিকফ্রেনজির লাইভ শোতে এসে তথ্যগুলো জানান তিনি।

এদিকে, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে কে অভিনয় করছেন, তা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেক ভক্তই জানিয়েছেন, সাকিব ও তার পত্নী শিশির হিসেবে কে থাকতে পারেন!
চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় প্রায় সবাই দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।

সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের ভোটই বেশি পড়েছে। রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে বেশি মিল থাকায় ভোটের পাল্লাটা খানিক তার দিকে ঝুঁকে আছে। তবে রোশান নিজেও ক্রিকেট ভালো খেলায় তার নামটিও ঘুরেফিরে আসছে।
ক্রিকেটারদের বায়োপিক নতুন কিছু নয়। এর আগে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সিনেমায় প্রদর্শিত হয়েছিলেন। তবে তাদের বেশিরভাগই নির্মিত হয়েছে ভারতে। এবারই প্রথম ক্রিকেটারকে নিয়ে তৈরি হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST