
মিডিয়া পাড়ার বেশ আলোচিত ও জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। শোবিজে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর থেকে তাকে দেখা যায় ছোট পর্দায়। সেখানে তিনি কাজ করছেন দাঁপিয়ে। এছাড়াও বড় পর্দাতে অভিষেক হয়েছিল তার। সরকারি অনুদানের ‘দেবী’ সিনেমায় দেখা গিয়েছিল ফারিয়াকে।
অভিনয় জীবনে তিনি একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয়ও করেছিলেন। যার ফলে তিনি জনপ্রিয়তাও পেয়েছেন খুব দ্রুত। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ্যে ছিলেন ফারিয়া। বিচ্ছেদ ইস্যুতে সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন। আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে।
বিরতি কাটিয়ে ফিরেছেন ক্যামেরার সামনে। কাজ করছেন নিজের মতো করে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফারিয়া। ‘আমার আইন আমার আদালত’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। নারীদের আইনি পরামর্শ দেয়ার অনুষ্ঠান এটি।
এদিকে বিবাহ বিচ্ছেদের বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। কিন্তু নতুন করে কি নিজেকে নিয়ে ভাবছেন তিনি?
ফারিয়ার সাফ কথা, এখনই না। এ নিয়ে ভাবার সময় এখনো হয়নি। আরো পরে হয়তো ভাববো। সত্যি বলতে তখন পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। এ ধরনের ভুল আর করতে চাই না। বিয়ে তো বারবার হওয়ার বিষয় নয়। তাই এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো। সেটা আরো পরে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। সামনে নাটক ও ওয়েব ফিল্মের টানা কাজ রয়েছে। পুরো মনোযোগটা কাজেই দিতে চাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি