
প্রিয়দল আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে নাবিল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চর রমিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নাবিল হোসেন ওই এলাকার ফরাজি বাড়ির মো. মুরাদের বড় ছেলে এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি