আমি যাকে দাদা ভাবি, সেই আমাকে ‘প্রোডাক্ট’ ভাবে (ভিডিও)
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ২২, ২০২১, ২:২৭ পূর্বাহ্ণ

দুই পর্দায় পরিচিত মুখ আফ্রি সেলিনা। ২০১১ সালে ‘ওম্যান্স ওয়ার্ল্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিডিয়ায় পা রাখেন তিনি। এরপর ধীরে ধীরে সচে’তনভাবেই তিনি তার পথে এগিয়ে নিয়েছেন।

ক্যারিয়ারে বেশ কয়েকটি মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও সিনেমা-নাটকে অভিনয় করেছেন আফ্রি সেলিনা। বিশেষ করে মিউজিক ভিডিওটিতে তার অনবদ্য অভিনয় ছিল চোখে পড়ার মতো।

আর দর্শকের ভালো লেগেছে বলেই বেশিরভাগ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে এখন মিডিয়ার সব ধরণের কাজ থেকে বিদায় নিয়েছেন আফ্রি সেলিনা। কারণ হিসেবে সে সময়
কিছু না জানালেও এবার বিদায়ের কারণ জানালেন তিনি।

সম্প্রতি জয়ের উপস্থাপনায় ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আফ্রি সেলিনা। সেই অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, মিডিয়া ছাড়ার কারণ কি?

উত্তরে মডেল-অভিনেত্রী বলেন, মিডিয়া ছাড়ার অনেক কারণ আছে। তবে সবচেয়ে বড় কারণ, এই পরিবারে (মিডিয়া) আমি যাকে দাদা ভাবি; সেই আমাকে ‘প্রোডাক্ট’ ভাবে!

অবশ্য আফ্রির এই উত্তর শুনে দীর্ঘক্ষণ চুপ ছিলেন জয়। এরপর তার উদ্দেশ্যে পরবর্তী প্রশ্ন ছুঁড়েন তিনি। এরপর জয়ের আরও এক প্রশ্নে এই মডেল জানান, পরীমনিকে নায়িকা মনে হয় না তবুও সে জনপ্রিয়। একই

মন্তব্য করেন ঢালিউড স্টার শাকিব খানকে নিয়েও।

প্রসঙ্গত, আফ্রি প্রথম নাঈম তালুকদারের নির্দে’শনায় ওপার বাংলার ইন্দ্রনীলের বিপরীতে ‘অন্যপথ’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আফ্রি সেলিনা অভিনয় ক’রেছেন মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ ও
কলকাতার ‘স্মৃতিমালা’ চলচ্চিত্রে।

জয়ের ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের পর্বটি দে’খতে

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST