
আবারও শুভেচ্ছাদূত হিসেবে বিখ্যাত সু-ব্র্যান্ড ‘বাটা’র সঙ্গে যুক্ত হলেন তারকা অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী। এর আগেও একই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বিভিন্ন এন্ডোরসমেন্টে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আবারও চুক্তিবদ্ধ হন।
গেল দুইদিন আগেই এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বলেন জানান মেহ্জাবীন।
তিনি বলেন, ‘আমি আগেও ‘বাটা’র সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবারও তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছি কোম্পানিটির বাংলাদেশ অংশের শুভেচ্ছাদূত হিসেবে। আশা করছি পূর্বের মত এবারও তাদের সঙ্গে আমার যাত্রা এবং কাজ সুন্দর হবে।’
এদিকে, আসছে ঈদ ঘিরে অনেকের কাজের ব্যস্ততা শুরু হলেও মেহ্জাবীন এখনও কাজ শুরু করেন নি। তবে, এবার ঈদে খুব বেশি কাজ করবেন না বলেও জানান তিনি।
‘চিরকাল আজ’-খ্যাত এ তারকা বলেন, ‘আমি এখনও ঈদের নাটকের শুটিং শুরু করিনি। অনেকের সঙ্গেই কথা হচ্ছে, এরমধ্যে কিছু কাজ চূড়ান্ত হয়েছে। সম্প্রতি করা কয়েকটি কাজে এত ভেরিয়েশন ছিলো যেগুলো করার পর এখন এভারেজ কাজের প্রতি একটু অনীহা চলে এসেছে বলা যায়। তাই খুব ভালো গল্প না হলে সেগুলো করার ইচ্ছে নেই। যতটুকুই ভালো করছি এখন এরচেয়েও ভালো কিছু করার চেষ্টায় আছি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি