
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা এজাজের অপর পরিচয় তিনি একজন চিকিৎসক। ফি কম নেন বলে তাই অনেকে তাকে ‘গরিবের ডাক্তার’ বলেও ডাকেন। কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে।
এই চিকিৎসক-অভিনেতাকে গতকাল ১ মার্চ সকালে পাওয়া গেল সহকর্মীদের ডাক্তার হিসেবে। টিভি শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র উদ্যোগে প্রতি মাসের ১ তারিখে এই সেবা দিচ্ছেন ডা. এজাজ।
সংঘের আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের তত্ত্বাবধানে অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে আজ থেকে শুরু হয়েছে এটা। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি আহসান হাবীব নাসিম।
তিনি বলেন, ‘আজ থেকে প্রতিমাসের ১ তারিখ ডা. এজাজ ভাই আমাদের সবাইকে ফ্রি চিকিৎসা সেবা দেবেন। আমরা নিয়মিত চেকআপের পাশাপাশি পরামর্শ ও অস্ত্রোপচার বা সার্জারি সম্পর্কিত সেবা পাবো তার কাছ থেকে। আগামীতে এজাজ ভাইয়ের সঙ্গে যুক্ত হবেন আরও কয়েকজন ডাক্তার। ডা. এজাজ ভাই অসম্ভব ভালো মানুষ। চিকিৎসাসেবার বিষয়টি তিনি দেখবেন বলে কথা দিয়েছেন।’
জানা যায়, অভিনয় শিল্পী সংঘ শুধু নিজেদের জন্য নয়; ক্যামেরা, লাইট, প্রডাকশন, মেকআপ ও পরিবহন কর্মীদের জন্যও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যা ধীরে ধীরে সামনে আসবে। এদিকে, আজ ডা. এজাজের কাছে চিকিৎসা সেবা নিয়েছেন ঊর্মিলা, নয়নসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী। আগামীতেও মাসের প্রথমদিন সংঘের কার্যালয়ে বসবেন এই চিকিৎসক-অভিনেতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি