অভিনেত্রী আশার মৃত্যু : তদন্ত প্রতিবেদন ১০ মার্চ
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২১, ৬:৫১ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আয়েশা আক্তার আশার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা দারুসসালাম থানার উপ-পরিদর্শক সোহান আহমেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত নতুন এ দিন ধার্য করেন।

এদিকে সম্প্রতি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবুবকর সিদ্দিকের আদালত এ মামলার আসামি শামীম আহমেদকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৬ জানুয়ারি আসামি শামীম আহমেদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিগত ৬/৭ বছর যাবৎ আসামি শামীম আহমেদের সঙ্গে নিহত আয়শা আক্তার আশার পরিচয়ের সুবাদে তাদের মধ্যে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। সেই সম্পর্কে সুবাদে আসামি শামীম আশাদের বাসায় প্রায় যাতায়াত করতেন। এতে আশার পরিবার শামীমকে অত্যাধিক বিশ্বাস ও স্নেহ করতেন। যার কারণে আসামি শামীম মাঝে মধ্যে আয়েশাকে তার অফিস এবং মিডিয়ার কাজে আসা যাওয়ার জন্য সহযোগিতা করতেন।

গত ৪ জানুয়ারি রাত ১১ টার দিকে বনানী অফিস হতে আয়েশা বের হওয়ার সময় তার বাবাকে ফোন দিয়ে জানান, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় আসছি। এরপর রাত পৌনে ১১ টার দিকে পুনরায় আশা তার বাবাকে ফোন দিয়ে জানান, বাড়ির কাজের ব্যাপারে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছেন। কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। আমি শামীম ভাইয়ের সঙ্গে চলে আসবো। এ সময় শামীম মোবাইলে বলেন, আপনার মেয়ে যেভাবে বলে সেভাবে কাজ করেন তাহলে ভালো হবে। পরবর্তীতে রাত পৌনে দুইটার সময় শামীম ফোন করে জানান, আশা আর নেই। টেকনিক্যাল মোড়ে একটি অজ্ঞাত ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন।

মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামি শামিম আহাম্মেদ বেপরোয়া দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে দুই ট্রাকের চিপার মাঝখান দিয়ে দূরত্ব গতিতে যাওয়ার সময় সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আয়েশা আক্তার আসামি শামীমের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যায়। এরপর পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক আশাকে চাপা দিলে মাথা ক্ষতবিক্ষত রক্তাক্ত জখম হয়ে। যার ফলে আশা ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গত ৫ জানুয়ারি আয়শা আক্তার আশার পিতা মো. আবু কালাম বাদী হয়ে রাজধানীর দারুসসালাম থানায় সড়ক পরিবহন আইনের মামলা করেন। এরপর ওইদিন আসামি শামীম আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, আয়শা আক্তার আশা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়ছিলেন।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST