অন্তর্বাস খুলে মানত করলেই নারীদের পূর্ণ হয় মনোবাঞ্চনা!
আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ১, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ

কখনো শুনেছেন মানত করতে গেলে অন্তর্বাস দিয়ে আসতে হয়? অবিশ্বাস্য লাগলেও মনোবাঞ্ছা পূরণের জন্য হাজারো নারী ছুটে যান সেই জায়গায়। সেখানে নিজের অন্তর্বাস টাঙিয়ে নাকি মানত করেন তারা। যদিও এটি প্রচলিত বিশ্বাস। এর পিছনের সঠিক কী কারণ রয়েছে তা আজও রহস্যই থেকে গিয়েছে।

জায়গাটির নাম করডোনা। বিচিত্র কারণের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নিউজিল্যান্ডের এই জায়গা। এটি কোনো পর্যটনস্থল নয়। করডোনা ভ্যালি রোডের ওটোগায় রাস্তার পাশে একটি তারের বেড়া রয়েছে। সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে হাজারো সংখ্যায় নারীদের অন্তর্বাস ঝুলছে। পথচলতি নারী থেকে পর্যটক সেখানে নিজের অন্তর্বাস সঁপে দিয়ে আসেন। আর এই কারণেই ঐ বেড়াটি ‘ব্রা ফেন্স’ নামে পরিচিতি পেয়েছে। এবং লোকমুখে জায়গাটির নাম হয়ে গিয়েছে ‘ব্রাডোনা’।

প্রচলিত বিশ্বাস, এখানে অন্তর্বাস টাঙালে মনোবাঞ্ছা পূরণ হবেই। আর সেই বিশ্বাসের টানে সেখানে ছুটে যান স্থানীয় থেকে পর্যটকরা। ১৯৯৯ সালে প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আসে। ওটাগোয় রাস্তার ধারে থাকা একটি তারের বেড়ায় স্থানীয়রা নারীদের চারটি অন্তর্বাস ঝুলতে দেখেন। তার পর সেটি সংখ্যায় বাড়তে বাড়তে এখন কয়েক হাজারে পৌঁছে গিয়েছে। এই জায়গাটির কথা মুখে মুখে প্রচার পেয়ে নিউজিল্যান্ডের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পর্যটকদের কাছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST