অনুশীলনে আহত মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ২, ২০২২, ৫:০৮ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে আগামীকাল খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডানহাতে চোট পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই নেট ছেড়েছেন তিনি।
মুশফিকের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

আগামীকাল (বৃহস্পতিবার) দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

বাংলাদেশের টি-২০ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST